যারা বেশ্যাদের সাথে যিনা করে, তাদের থেকে হায়া লজ্জা উঠে যায়। হারিয়ে ফেলে নিজ পবিত্র স্ত্রীর সাথে সহবাসের বাসনা। তারা বেশ্যাদের সাথেই যিনা ও যৌনক্ষুধা নিবারণের জন্য অস্থির থাকে। আবার বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতেও আক্রান্ত হয়। যেমন-এইডস। চিকিৎসা বিজ্ঞানীরা যার ঔষধ বের করতে ব্যর্থ হয়েছেন। যিনাকারীর চেহারায় দুর্ভাগ্যের ছাপ পড়ে। তার চেহারায় নূরানীয়াতে কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। এক পর্যায়ে নিজের জীবনের উপার্জিত অর্থ-সম্পদ ডাক্তার, কবিরাজ, হাকীমদের কাছেই খরচ হয়ে যায়। দুর্বসহ হয়ে উঠে নিজের জীবন। এজন্যেওই যিনা সম্পদের, জীবনের, ইজ্জত-সম্মানের, ঈমানের জন্য ধ্বংসের উপকরণ।
Check Also
মোজার উপরে মাসাহ করার বিধান (হাদিস)
জেনে নিন মোজার উপরে মাসাহ করার বিধান। রাসূল (সাঃ) ও সাহাবায়ে কেরামগণ চামড়ার মোজা পরিধান …