
ছবিঃ প্রেগনেসি টেস্ট মিটার
প্রশ্নঃ স্ত্রী গর্ভবতী হলে কি না কিভাবে বোঝা যাবে?
নারীর গর্ভের লক্ষণ কি কি? নারীদের গর্ভবতী হওয়ার লক্ষণ সমূহ কি কি যা দেখা বুঝা যাবে নারী গর্ভবতী হয়েছে?
উত্তরঃ মেয়েদের গর্ভবতী হওয়ার লক্ষণ সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রিয় পাঠক-পাঠিকা, আজকের প্রশ্নের উত্তর থেকে জেনে নিন নারীদের গর্ভবতী হওয়ার লক্ষণ সহ মেয়েদের গর্ভবতী করার নিয়ম ও গর্ভধারনের সহবাসের সময়।
মেয়েদের গর্ভে সন্তান আসলে সাধারণত নিচের লক্ষন গুলো প্রকাশ পায়ঃ
- নারীর গর্ভ হলে প্রথম মাস থেকেই স্পষ্ট লক্ষণ কিছু বোঝা যায় না। শুধুমাত্র গা বমি বমি করে, সকালে সামান্য বমি এই লক্ষণ ছাড়া আর কিছু স্পষ্ট হয় না।
- দ্বিতীয় মাস পড়লেই দেখা যায় যে তাঁর মাসিক বন্ধ হয়ে গেল। তারপর আর মাসিক হয় না।
-
তৃতীয় মাসের পর ধীরে ধীরে পেট উঁচু হয়ে উঠলে চার পাঁচ মাসের পর থেকেই স্তনের চারদিকের অংশের রঙ ঘন কালো হয়।
-
পঞ্চম মাস থেকেই দেখা যায় স্তনে সামান্য দুধের মত তরল পদার্থ দেখা দিয়েছে। সেটা স্তনের বোঁটা টিপলেই দেখা যায়।
-
গর্ভের যষ্ঠ মাসের পর থেকে পেটের মধ্যে সন্তানের নড়াচড়া গর্ভধারণী অনুভব করতে পারেন।
আরও জানুন….
০১. কখন সহবাস করলে গর্ভধারণ হয়? জেনে নিন গর্ভধারণে সহবাসের সময়!
০২. গর্ভাবস্থায় সহবাসের নিয়ম ও আসন।
০৩. মেডিক্যাল সেক্স গাইড। যৌন জ্ঞানের বই
০৪. গর্ভবতী মা ও সন্তান-নারী স্বাস্থ্য বিষয়ক বই
Learn about pregnancy signs for girls. By showing some symptoms, a pregnancy can start with a girl.
#নারীর গর্ভধারণের লক্ষণ #গর্ভধারণ #প্রেগনেসি #Women Health #Bangla Health News #Bangla Sex Health