আল্লাহর নবী (সাঃ) এর অধিকাংশ সময় দোয়া কি ছিল এটা আমাদের জানার দরকার।
কেননা, রাসূল (সাঃ) এই দো’আ টি বেশি বেশি পাঠ করতেন। যতপ্রকারের কল্যাণের দরকার, সমস্ত প্রকারেরব কল্যাণ এই দো’আতে আছে। কিন্তু আমাদের দেশের কতগুলি লোক এই দো’আর অর্থ না বুঝার কারণে, কতজনে যায় পীর বাবার কাছে, আবার কতজনে যায় মাজার-খানকাতে যায়, সেখানে পীর সাহেবকে সেজদা করবে, কবরকে সেজদা করবে এবং সেখানে তাঁরা সুখময় জীবন লাভের দো’আ করে। যা রাসূল (সাঃ)-মের সুন্নাহের পরিপন্থী।
আপনি একজন সুন্নী মুসলমান হিসেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি অনুসারে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে এই দোয়া টি শিখুন। এই দো’আ টি শুনতে ও মুখস্থ করতে এই ভিডিওটি ডাউনলোড করে বারে বারে শুনতে থাকুন।
নামঃ সুখময় জীবন লাভের দোয়া।
আলোচক : মুহাম্মাদ মর্তুজা ইবন আয়েশ মুহাম্মাদ
ফাইল সাইজ : ১৮ মেগা বাইট।
ফাইল ধরণ : mp4
ভিডিও সাইজ : ১৪৪ x ১৭৬
উৎস: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ডাউনলোড করুণ [MP4] [19MB]
প্রিয় পাঠক-পাঠিকা, আপনার বন্ধু-বান্ধবীদেরকে এই দোয়া টি শিখাতে এটি আপনার ফেসবুক-টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করুণ এবং এর মাধ্যমে আপনার বন্ধু-বান্ধবীদেরকে সঠিক পন্থায় দোয়া করার পদ্ধতি শিক্ষা দিন।