তৃতীয় অধ্যায়
স্বাধীনতা পূর্বাপর ইতিহাস প্রসঙ্গ
উপমহাদেশে স্বাধীনতা আন্দোলন
আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি ১৯৭১ সালে পাকিস্তান থেকে। এর আগে আমরা আরেকবার স্বাধীনতা লাভ করেছিলাম বৃটিশদের থেকে। প্রথম দফা যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন আমাদের জাতির পিতা ছিলেন কায়েদে আযম মুহাম্মাদ আলী জিন্নাহ। আর দ্বিতীয় দফা স্বাধীনতা যখন লাভ করি তখন আমাদের জাতির পিতা হলেন শেখ মুজিবর রহমান। এখানে কিন্তু পিতার পরিবর্তন হয়েছে।এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে, রাজনৈতিক পিতার পরিবর্তন হয় কিন্তু ধর্মীয় পিতার পরিবর্তন হয় না। কেননা মহান আল্লাহ তাআলা ধর্মীয় পিতা নির্ধারণ করে দিয়ে বলেছেন :
আরবী…….
অর্থ : “তোমাদের জাতীয় পিতা ইবরাহীমের মিল্লাত ধর; তিনিই তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন”। (সূরা হাজ্জ : ৭৮)
অর্থাৎ তোমাদের সনাতন ধর্মীয় পিতা ছিলেন হযরত ইবরাহীম আ. । তোমাদের ইসলাম ধর্মের পিতা হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা.। কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের ধর্মীয় পিতার পরিবর্তন ঘটবে না।
যাই হোক ১৯৪৭ সালে আমরা বৃটিশদের থেকে স্বাধীনতা লাভ করার আগে আমাদের দেশ সাহসন করতো বৃটিশরা। তারা এই ভারত উপমহাদেশে এসেছিল ১৭ শতাব্দীর প্রথম দিকে বাণিজ্যেক নামে। ইস্ট ইন্ডিয়া কোম্পানী স্থাপন করে ৫০ বছরের ছল—ছাতুরী আর বাটপারীর মাধ্যমে দখলের সূত্রপাত করে দিয়েছিল এই উপমহাদেশের শাসন ক্ষমতা। এর পরবর্তী সময়ে স্বাধীনতার জন্য মুক্তিকামী সিপাহী—জনতার মাধ্যমে ১৮৫৭ সালে সংগঠিত হয় সিপাহী বিপ্লব। আরো পড়ুন>>>
আপনি পড়ছেন: “তাবলীগ বিরোধিতার অন্তরালে” বই থেকে