আজকে যারা বলে যে, মুহাম্মদ সা. এর শরীর মাটির সৃষ্ট নয়; বরং নূরের সৃষ্টি। তাও আবার আল্লাহর জাতি নূরে সৃষ্টি। এমন কথা যারা বলে, তাদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খাঁ। সে তাঁর রচিত ‘ফতোয়ায়ে আফ্রিকা’ নামক বইয়ের ৮২/৮৩ পৃষ্ঠায় লিখেছে :
“যে জায়গার মাটি দিয়ে আল্লাহ হযরত আবু বকর সিদ্দীক রা. এর শরীর মুবারক গঠন করেছেন, সেই জায়গার মাটি দিয়ে হযরত উমর ফারূক রা. এর শরীর মুবারক গঠন করেছেন। একই জায়গার মাটি দিয়ে আল্লাহ তা’আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর শরীর মুবারক সৃষ্টি করেছেন। (ফতোয়ায়ে আফ্রিকা : ৮২/৮৩ পৃষ্ঠা)
যারা বলে মাটির তৈরি বললে ওহাবী কাফের হবে, তাদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খাঁ। নবীজীর শরীর মুবারক মাটির সৃষ্টি, একথা বললে কেউ যদি ওহাবী কাফের হয়, তাহলে তোমাদের দলের বড় নেতা আহমদ রেজা খাঁ এক নাম্বারের ওহাবী কাফের হবে। এ সম্পর্কে আমি প্রায় বিশ বছর পূর্বে একতিহ বই লিখেছিলাম, যার নাম ‘কার ফতোয়ায় কে কাফের’। এই বইয়ে তাদের নিজেদের কুফুরী ফতোয়া কিভাবে তাদের নিজেদের উপরই পড়েছে তা আমি উদাহরণসহ বুঝিয়ে দিয়েছি। আরো পড়ুন>>
বইঃ তাবলীগ থেকে