দ্বিতীয় অধ্যায়
দাওয়াত ও তাবলীগ প্রসঙ্গ
তাবলীগ করার জন্য রাসূলুল্লাহ সা.কে আল্লাহর নির্দেশনা—
আরবী……
অর্থ : “হে রাসূলে কারীম সা.! আপনার মহান প্রভুর পক্ষ থেকে আপনার নিকট যা অবতীর্ণ করা হয়, তা আমার বান্দাদের কাছে তাবলীগ করুন বা পৌঁছাতে থাকুন। (আল্লাহর নাযিলকৃত বিষয়গুলো মানুষের কাছে তাবলীগ করুন) যদি একটা কথাও তাবলীগ করা বাকী থাকে, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব অসমাপ্ত থেকে যাবে”। (সূরা মায়েদা : ৬৭)
এটা সহজ কথা নয়, অত্যন্ত কঠিন কথা। কোন ধরণের অবহেলা বা অসলতার সুযোগ মুক্ত দৃঢ় নির্দেশনা। যদি দ্বীনের একটি কথাও জনগণের কাছে পৌঁছানোর বাকী থেকে যায় তবে রাসূলের রিসালাতের দায়িত্বই কিনা অসমাপ্ত থেকে যাবে। সুতরাং বলাবাহুল্য যে, দ্বীনের বিষয়াবলীকে মানুষের কাছে তাবলীগ করার প্রয়োজনীয়তা কত সীমাহীন। আরো পড়ুন>>
তাবলীগ বিরোধিতার অন্তরালে বই থেকে